৪২ তম আন্তর্জাতিক কিং আব্দুল আজিজ হিফজুল ইন্টারন্যাশনাল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ ১৩ বছরের সালেহ আহমাদ তাকরিম ১১১ টি দেশের ১৫৩ জন অংশগ্রহণকারীর মধ্যে তৃতীয় হয়েছে। তাকরিম এর আগেও ইরানে এ বছরেরই ২০২২ সালের মার্চ মাসে ৩৮তম আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছিল এবং মে মাসে লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় সপ্তম স্থান অর্জন করে। ২০২০ সালে বাংলাদেশের একটি স্যাটেলাইট চ্যানেল বাংলা ভিশনে বিজয়ী। মাত্র ৯ বছর বয়সে সালেহ আহমেদ তাকরীম সম্পুর্ন কুরআন হিফজ( মুখস্থ) করেন।
হাফেজ সালেহ আহমেদ তাকরীম এর জন্ম ২০০৮ সালের ৩১ ডিসেম্বর টাঙ্গাইল জেলায়। বাবা একজন হাফেজ এবং মাদ্রাসার শিক্ষক। মা একজন গৃহিণী। মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসায় পড়াশোনা করছেন।
বিজয়ী হয়ে দেশে ফেরার পর এয়ারপোর্টে বিপুল শুভেচ্ছা এবং ভালোবাসা পান। হাফেজ সালেহ আহমেদ তাকরীম এর শিশু সুলভ হাসি এবং বিনয়ী আচরণের জন্য ইতিমধ্যেই প্রশংসিত হয়েছন। সোস্যাল মিডিয়াতে সব খবর ছাপিয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন হাফেজ সালেহ আহমেদ তাকরীম।
এর আগেও হাফেজ নাজমুস সাকিব, হাফেজ মুহাম্মদ জাকারিয়া, হাফেজ সাইফুর রহমান ত্বকি, হাফেজ আবু রায়হান, হাফেজ হেলাল উদ্দীন, হাফেজ ইয়াকুব হোসাইন তাজ আন্তর্জাতিক সম্মাননা অর্জন করেছেন। হিফজুল কুরআন এবং কিরাআত প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণরা এগিয়ে রয়েছেন। এভাবেই সুষ্ঠ গবেষণা এবং দ্বীন প্রচারে ভবিষ্যৎ আরো এগিয়ে যাক বাংলাদেশের তরুণেরা। মহান রব্বুল আলামিন তাওফিক দান করুক।